‘বিগ বস’-এর প্রতিযোগী হতে চলেছেন যুজবেন্দ্র চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা?
কলকাতা: যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চর্চায় তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা (Dhanashree Verma)। তিনি নিজেও একজন নেটপ্রভাবী, মডেল ও নৃত্যশিল্পী। একাধিক কাজের মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছেন ধনশ্রী। তবে শোনা যাচ্ছিল, ‘বিগ বস ১৯’-এ নাকি প্রতিযোগী হিসেবে দেখা যেতে চলেছে ধনশ্রীকে। চাহালের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই চর্চায় রয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত জীবনে কী চলছে, তা নিয়ে আগ্রহ অনেকেরই। অনেকেরই আগ্রহ ছিল যে তাঁকে ‘বিগ বস’-এর ঘরে দেখা যেতে চলেছে। এর ফলে ধনশ্রী সম্পর্কে আরও নতুন নতুন…





