Fire in Stadium WATCH: ক্লাবের ম্যাচ চলছিল! ৩২০০ আসনের স্টেডিয়াম মুহূর্তে পুড়ে ছাই! ক্ষোভ মেটালেন সমর্থকেরা, রইল ভিডিয়ো…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খেলার মাঠে বিশৃঙ্খলা নতুন কিছু নয়। নিছক মারামারি, গুঁতোগুঁতি থেকে ভাঙচুর পর্যন্ত হয়েই থাকে। পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন অতীতে বহুবার। আর আগুন? হ্যাঁ, আগুনও ঘটনার কেন্দ্রে থেকেছে, এমনও বহুবার হয়েছে। আর এবার ফিনল্যান্ডে (Finland) যা হল, তা সাংঘাতিক। গোটা স্টেডিয়াম (Fire in Stadium) পুড়িয়ে দিল সমর্থকেরা। আগুনে পুড়ে যাওয়া সেই স্টেডিয়ামের (stadium burned to ground) ভয়ংকর ভিডিয়ো অচিরেই ভাইরাল! হাসি-কান্না-আগুন প্রিয় দলের ব্যর্থতায় অনেকেই কাঁদে। কেউ প্রচণ্ড ক্ষুদ্ধ হয়। কেউ মনের ঝাল মেটান সমালোচনা…
