আঁধারের বুকে আর ভাসে না আলো, জোনাকিরা এবার নিশ্চিহ্ন হওয়ার পথে
কলকাতা: একেবারে নিশ্চিহ্ন না হলেও, চিরাচরিত গ্রাম্য জীবন বলতে যা বোঝায়, তা কার্যত উধাও হয়ে যেতে বসেছে। ঝিঁঝির ডাক, বর্ষায় ব্য়াঙের ঘ্যাঙর ঘ্যাঙর এখন কার্যতই বিস্মৃত হওয়ার পথে (Science News)। আঁধার রাতে জোনাকির দেখা মেলে না বহুদিন ধরেই। তাকে ঘিরে এবার আশঙ্কার খবর সামনে এল। পৃথিবীর বুক থেকে জোনাকি বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে সামনে এল দাবি (Fireflies Extinction)। বর্তমান প্রজন্মকে বাদ দিলেও, ৪০-৫০ বছর বয়সিরাও শেষ বার কবে জোনাকি দেখেছেন, হয়ত মনে করতে পারবেন না। নেহাতই বিচ্ছিন্ন কোনও ঘটনা…