Bangladesh: মায়ানমারের বিদ্রোহীদের হাতে ‘বন্দি’ বাংলাদেশের ১৯ মত্স্যজীবী!
সেলিম রেজা, ঢাকা: নদীতে মাছ ধরতে গিয়ে বিপত্তি। বাংলাদেশে ১৯ মত্স্যজীবীকে তুলে নিয়ে গেল মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সঙ্গে নৌকাও! ঘটনাটি ঘটেছে কক্সবাজারে। বাংলাদেশের অন্য়তম বন্দর শহর কক্সবাজার। কাছেই নাফ নদী। আজ, বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ ও ঘোলারচর এলাকায় নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়েছিলেন ১৯ মত্স্যজীবী। টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা তাঁরা। টেকনাফ শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌ-ঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানিয়েছেন, চারটি নৌকা-সহ ওই মত্স্যজীবীদের ধরে নিয়ে গিয়েছে মায়ানমারের বিদ্রোহীরা। বিষয়টি…


