Saudi Arabia: বহুতলে হাওয়ায় উড়ে খাবার দিচ্ছেন ডেলিভারি বয়, চোখ কপালে নেট পাড়ার!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিযোগিতার বাজারে সবাই সাবইকে টপকে যেতে চাইছে। ফুড ডেলিভারির (Food Delivery) ক্ষেত্রেও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না। কখনও প্রথম ডেলিভারিতে ৫০ শতাংশ ছাড় (50% Off), অথবা প্রথম তিনটি অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি! এমনকি এখন ৩০ মিনিটও নয়, মাত্র ১০ মিনিটে ডেলিভারি। রোজ রোজ টক্কর দেওয়ার নতুন পন্থা তাঁরা ভেবেই চলেছে। তবে সাধারণত আমরা সাইকেল, বাইকে করেই ডেলিভারির ব্যবস্থা দেখতে পাই। সম্প্রতি হুইলচেয়ারে করেও ডেলিভারি করা হচ্ছে। কিন্তু এই ২০২২ সালে দাঁড়িয়ে কখনও ভেবেছেন, যদি…