এবার নেপালে UPI দিয়েই পেমেন্ট করতে পারবেন
অনলাইন করেই নেপালে পাঠিয়ে দিন টাকা! ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ UPI লেনদেন করে। এখন ধীরে ধীরে UPI বিশ্বেও জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের অনেক দেশেই UPI-এর মাধ্যমে পেমেন্ট শুরু হয়েছে। শ্রীলঙ্কা, ফ্রান্স, মালদ্বীপের মতো অনেক দেশে UPI-এর মাধ্যমে পেমেন্ট করা যায়। এবার এই তালিকায় নাম লিখিয়েছে নেপালও। NPCI UPI সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে জানিয়েছে যে এখন নেপালেও ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) এর মাধ্যমে অর্থ প্রদান করা যেতে পারে। NPCI-এর অফিসিয়াল বিবৃতি অনুযায়ী, UPI ব্যবহারকারীরা QR কোড স্ক্যান করে…