UPI Payment: বিদেশে বেড়াতে গিয়ে আর পকেট হাতড়াতে হবে না! GPay বা PhonePe-ই করুন..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লেনদেন এখন আর দ্রুত, নিরাপদ ও সহজতর। ভারতের আর্থিক ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছে ‘ডিজিটাল পেমেন্ট’। এই পরিবর্তনের প্রধানচালিকা শক্তি ইউপিআই(UPI)। সেই ইউপিআইয়ের আওতায় এবার নেপাল ও নেপাল! ফলে বিদেশ ভ্রমণে ডিজিটাল লেন আরও সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে। নেপাল তো বটেই, পর্যটনকেন্দ্র হিসেবে ভূটানের জনপ্রিয়তাও কম নয়। গত বছরে ভারত থেকেই সবচেয়ে পর্যটক গিয়েছিলেন নেপালে। কত? ২ লক্ষ ৯৩ হাজার। দুটি দেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক আদানের নিরিখে যা সাধারণ ঘটনা। স্রেফ তীর্থযাত্রা বা পর্যটন…