ভুলে গেলেও চিন্তা নেই, দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়
UPI ধীরে ধীরে আরও জনপ্রিয় হয়ে উঠছে। বেশিরভাগ কেনাকাটার ক্ষেত্রে এই UPI-এর মাধ্যমে পেমেন্ট করা হচ্ছে। কিন্তু, UPI-এর মাধ্যমে প্রতিবার লেনদেন করার জন্য পিন এন্টার করার ব্যাপার থাকে। এটা মাঝে মাঝে বিরক্তিকর হয়ে ওঠে, বিশেষ করে পিন ভুলে গেলে। কিন্তু, পিন ছাড়াই UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়। পিন ছাড়া UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করার জন্য UPI Lite রয়েছে। বেশিরভাগ UPI অ্যাপ এই UPI লাইট সমর্থন করে। এর মাধ্যমে ছোট লেনদেন করার জন্য সবসময়…