UPI পেমেন্টে এবার বাড়তি চার্জ লাগবে? কি জানাল অর্থ মন্ত্রক
#নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের তরফে এক প্রতিবেদনে স্পষ্ট করে দেওয়া হয়েছে পরবর্তী সময়ে ইউপিআই পেমেন্টের ওপরেও অতিরিক্ত চার্জ আরোপ করা হতে পারে কি না সেই বিষয়ে। রবিবার একাধিক ট্যুইটারের বার্তায় অর্থ মন্ত্রক জানিয়েছেন যে, UPI (Unified Payments Interface) একটি ‘ডিজিটাল পাবলিক গুড’ এবং ইউপিআই পরিষেবাগুলির জন্য কোনও চার্জ ধার্য করার কোনও অর্থই হয় না। ট্যুইটে আরও বলা হয়েছে যে, রিকভারির খরচ মেটাতে অন্যান্য উপায় অবলম্বন করা হবে। শুধু কর না বসানোর সিদ্ধান্তই নয়, একই সঙ্গে এটাও স্পষ্ট করা হয়েছে যে…