OTP-র জায়গায় আসতে পারে বায়োমেট্রিক, নয়া পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনায় NPCI
অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়াতে পেমেন্ট সিস্টেমটাই বদলে দিতে পারে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। ক্রমাগত বাড়তে থাকা জালিয়াতির হাত থেকে গ্রাহকদের সুরক্ষিত রাখতে, ইতিমধ্যেই কয়েকটি স্টার্টআপের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে এনপিসিআই। জানা গিয়েছে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের জন্য বায়োমেট্রিক প্রমাণীকরণ চালু করার জন্যই এই আলোচনা চলছে। পিন ব্যবহার না করে কীভাবে ইউপিআই করবেন ব্যবহারকারীরা সূত্রের খবর, প্রস্তাবিত সিস্টেম চালু হলে ব্যবহারকারীদের এন্ড্রয়েড ডিভাইসে ইউপিআই করা জন্য নিজেদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সবটা করতে হবে। আর আইফোনে ফেস…