Sourav Ganguly Birthday Exclusive: ‘সৌরভের সঙ্গে আড্ডা মারলে রাত কাবার, ঘড়ি দেখে ঘোর কাটে’
কলকাতা: ছিলেন দাদার বন্ধু। কখন যেন ভাইয়েরও বন্ধু হয়ে উঠলেন। আর সেই বন্ধুত্ব এমনই জমাট বাঁধল যে, একজন হাসপাতালে ভর্তি থাকলে অন্যজন হাসপাতালকেই অস্থায়ী ঠিকানা করে ফেলেন। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সবার আগে উপকারী বন্ধুকে কৃতজ্ঞতা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভোলেন না দ্বিতীয় জন। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee)। পারিবারিক আলাপ, মাঠের বন্ধুত্ব কখন যেন আত্মীয়তায় পরিণত হয়েছে। শুক্রবার পঞ্চাশ পূর্ণ করলেন মহারাজ। লন্ডনে পালিত হল তাঁর জন্মদিন। আর সেই বিশেষ দিনে প্রবাসে…