Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Kali Puja In Cathedral: বিলেতে হইহই কাণ্ড! ক্যাথিড্রালেই হবে ভবতারিণী কালীর পুজো…
Kali Puja In Cathedral: বিলেতে হইহই কাণ্ড! ক্যাথিড্রালেই হবে ভবতারিণী কালীর পুজো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দূর প্রবাসে দুর্গা পুজোর পর এবার কালী পুজাতেও ইতিহাস তৈরি করল ইংল্যান্ডের বাঙালি সংস্কৃতি। আগামী ২৯ অক্টোবর পিটারবরো ক্যাথিড্রালের মতো এক ঐতিহাসিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে  ‘ভবতারিণী কালী পুজো’। কোনো ব্রিটিশ ক্যাথেড্রালের অভ্যন্তরের হলঘরে এই ধরনের কালী আরাধনার আয়োজন সম্ভবত এই প্রথম। ব্রিটেন জুড়ে প্রবাসী বাঙালিদের মধ্যে এই নিয়ে সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনা। ‘বেঙ্গলি সংস্কৃতি ক্লাব পিটারবরো’ এই প্রথমবার ‘ভবতারিণী মা কালী’র আরাধনার আয়োজন করেছে। সুত্রের খবর অনুযায়ী, ক্যাথিড্রাল চত্বরের ‘বেকেটস ক্যাফে হল’ পুজোর…

Read More