প্রথমে বাড়িতে ভাব জমানো তারপর আলমারির সব গয়না সাফ, নাটকীয় প্লট ফাঁস করল পুলিশ
#নরেন্দ্রপুর: বাড়িতে কাজ করতে এসে চুরি লক্ষাধিক টাকার গয়না,তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল সোনার ব্যবসায়ী সহ ২ রং মিস্ত্রির কাজ করতে আসা রাজমিস্ত্রিকে৷ বাড়িতে রঙের কাজ করতে এসে আলমারি থেকে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না চুরি করেছিল অভিযুক্ত রাজমিস্ত্রীরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক সোনা ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খুদিরাবাদে। বেসরকারি সংস্থার ম্যানেজার শুভাশিস মুখোপাধ্যায়ের বাড়িতে রং -এর কাজ করেছিল গৌতম গায়েন। ধীরে ধীরে ওই পরিবারের…