প্রথমে বাড়িতে ভাব জমানো তারপর আলমারির সব গয়না সাফ, নাটকীয় প্লট ফাঁস করল পুলিশ

প্রথমে বাড়িতে ভাব জমানো তারপর আলমারির সব গয়না সাফ, নাটকীয় প্লট ফাঁস করল পুলিশ

#নরেন্দ্রপুর: বাড়িতে কাজ করতে এসে চুরি লক্ষাধিক টাকার গয়না,তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করল সোনার ব্যবসায়ী সহ ২ রং মিস্ত্রির কাজ করতে আসা রাজমিস্ত্রিকে৷ বাড়িতে রঙের কাজ করতে এসে আলমারি থেকে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না চুরি করেছিল অভিযুক্ত রাজমিস্ত্রীরা।

ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক সোনা ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার খুদিরাবাদে। বেসরকারি সংস্থার ম্যানেজার শুভাশিস মুখোপাধ্যায়ের বাড়িতে রং -এর কাজ করেছিল গৌতম গায়েন।

ধীরে ধীরে ওই পরিবারের সঙ্গে একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয় ওই অভিযুক্তের। বাড়ির কোথায় কি রাখা থাকে তা সবই জানতে পেরে যায় ওই অভিযুক্ত। কিছুদিন আগে ওই ব্যক্তি ফের ওই বাড়িতে যায়। সেইসময় শুভাশিসবাবু বাড়িতে ছিলেন না। তাঁর ছোট মেয়েকে নিয়ে স্ত্রী স্কুলে গিয়েছিল।

অভিযুক্তকে বাড়িতে বসিয়ে মা ও বোনকে এগিয়ে দিতে আসেন শুভাশিসবাবুর বড় মেয়ে। মিনিট ১৫ পর তিনি বাড়িও ফিরে আসেন। তারপর দেখা যায় বাড়ির আলমারি থেকে উধাও লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনা ও রুপোর গয়না। গ্রেফতার হয়েছে গৌতম গায়েন ও সোনা ব্যবসায়ী তপন দাস ।

Arpan Mondal

Published by:Debalina Datta

(Source: news18.com)