ফাঁস হল আসল কারণ!গোবিন্দার ঘরে ‘গুলি চলার’ গোপন খবর জানালেন বন্ধু শত্রঘ্ন সিনহা!
Bollywood Gossip: হাসপাতাল থেকে ফিরে, শটগান মিসফায়ার নিয়ে তিনি মুখ খোলেন৷ যে সব জল্পনা চলে এই গুলি চালানো নিয়ে, সে বিষয় জানান শত্রুঘ্ন সিনহা৷ বলিউডের ‘হিরো নং ১’ গোবিন্দের পায়ে গুলি লাগার পর তাঁর ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। নিজের বন্দুকের থেকে ভুল করে নিজেরই পায়ে গুলি লাগে। এই খবর সামনে আসতেই শুধু তাঁর ভক্তই নন বলিউডের অনেক অভিনেতাও তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হয়ে পড়েন। এই দুর্ঘটনার পর গোবিন্দার সঙ্গে ডেভিড ধাওয়ান দেখা করতে আসেন। একই সময়ে, ভাগ্নে কৃষ্ণা অভিষেকের…