গ্রুপ চ্যাটে কে কে অনলাইন আছে? জানা যাবে ১ সেকেন্ডে, নয়া ফিচার হোয়াটসঅ্যাপে
একটি প্রতিবেদনে তারা দাবি করেছে, অনলাইন গ্রুপ চ্যাট কাউন্টার ফিচার তৈরি করছে কোম্পানি। গ্রুপের কতজন মেম্বার অনলাইনে রয়েছেন, সেই সংখ্যা গ্রুপ চ্যাটের উপরের বারে ফুটে উঠবে। যে কেউ সহজে দেখে নিতে পারবেন। গ্রুপ অ্যাডমিন থেকে মেম্বার সবারই সুবিধা হবে। প্রতিবেদনে WABetaInfo লিখেছে, “গ্রাহকদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাট ইন্টারফেসে বেশ কিছু পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে বলে মনে হচ্ছে।” জানানো হয়েছে, এর ফলে মেসেজিং অ্যাপের লুকেও কিছু বদল আসতে পারে। “অ্যান্ড্রয়েড 2.24.25.30 আপডেটের জন্য লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটাকে ধন্যবাদ। গুগল প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে।…

