অনলাইন লেনদেন এবার হবে আরও আধুনিক! নতুন সুযোগ দেবে PayU
কলকাতা: এবার ভারতের অন্যতম অনলাইন পেমেন্ট সলিউশন প্রোভাইডার PayU নিয়ে এল এক বিশেষ পেমেন্ট সলিউশন— Business Payment Solution Provider (BPSP)। এর সঙ্গে থাকছে PayU-এর কৌশলগত অংশীদার Visa এবং Yes Bank। BPSP –এ এমন বিশেষ কিছু সুবিধা দেওয়া হবে যা ব্যবসায়ীদের খরচ কমাতে সাহায্য করবে। কমার্শিয়াল কার্ড প্রদানকারী ব্যাঙ্কের তরফে দেওয়া ক্রেডিট লাইনের উপর ভিত্তি করে অর্থের জোগান বাড়াতে সাহায্য করবে। এর সাহায্যে ডিজিটাল পেমেন্ট যেমন সম্ভব তেমনই কার্ড পেমেন্টও সম্ভব। এতে একদিকে যেমন নিরাপদ লেনদেন করা সম্ভব তেমনই খুব…