অবিশ্বাস্য! ঘাসের চাষ করে আকাশছোঁয়া উপার্জনে কোটিপতি যুবক
চাষ বললে সাধারণত শস্য, ডাল, সবজি ও ফুল চাষের কথাই মনে হয়। অনেক কৃষকও এ ধরনের চাষেই আগ্রহ দেখান। কিন্তু বাজারের চাহিদা অনুযায়ী চাষ করলে লাভ হয়। সেই কথা মাথায় রেখেই ঘাস চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। তেলঙ্গনার মেহবুবনগর জেলায় এতদিন ঐতিহ্যবাহী ফসল যেমন তুলা, ধান, ভুট্টা ইত্যাদি চাষই করা হত। কিন্তু স্থানীয় রাজাপুর মণ্ডলের তিরুমালাপুরের কৃষক কট্টা সন্তোষ গুপ্ত ঘটিয়ে ফেললেন এত অদ্ভুত ঘটনা। দীর্ঘদিন ধরেই তাঁর জমি অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি ও কীটপতঙ্গের আক্রমণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছিল।…