Fire in Shopping Mall: বহুতল শপিং মলে ভয়ংকর আগুন! দাউ দাউ করে জ্বলছে পর পর দোকান, ঝলসে মৃত্যু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুতল মলে আগুন! পাকিস্তানের করাচির (Pakistan Karachi) এমএ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিং মলে অগ্নিকাণ্ডে (Fire in Shopping Mall) অন্তত পাঁচজন মারা গিয়েছেন। শনিবার রাতে গুল প্লাজা (Gul Plaza in Pakistan) নামে ওই শপিং মলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। রবিবার সকালের তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধারকাজ চলছে। ৫ মৃত্যু করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক জানান, অগ্নিকাণ্ডে প্রথমে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার…

)