‘পরমাণু হামলার হুমকি সহ্য করবে না ভারত..’, স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর মুখে ‘অপারেশন সিঁদুর’
নয়াদিল্লি: আজ ৭৯ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ৭৮ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। লালকেল্লায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, শত্রুদের কল্পনাতীত সাজা দিয়েছে ভারতীয় সেনা। ধর্ম জেনে বেছে বেছে স্ত্রী, সন্তানের সামনে খুন করেছিল জঙ্গিরা। ডেরায় ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনারা। মোদি বলেন, আমাদের দেশ দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসকে সহ্য করে এসেছে। ..তবে এখন সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের, আমরা এবার আলাদা আলাদা মোটেই ভাবব না। ওরা মানবতার বিরুদ্ধে শত্রু। তাঁদের…



