মোদির আর্জিতে সোশ্যাল মিডিয়ায় ডিসপ্লে ছবি বদলাতেই গোল্ডেন টিক হাপিস বিজেপি নেতা-মন্ত্রীদের !
নয়া দিল্লি : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশজুড়ে চলছে #HarGharTiranga ক্যাম্পেন। তারই অংশ হিসেবে রবিবার নিজের প্রোফাইলের ডিসপ্লে ছবি বদলে তিরঙ্গা করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই সঙ্গে দেশবাসীকে অনুরোধ করেছেন DP বদলে তিরঙ্গা করার জন্য । প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় বিজেপি (Bharatiya Janata Party)-শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ও ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন নেতা সোশ্যাল মিডিয়ায় ‘এক্স’-এ তাদের DP বদলে ফেলেন। কিন্তু তারপরই golden tick সরিয়ে নেয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (social media ‘X’)। ভারতের ৭৭ তম স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…