Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
তাজ ফলকনমা প্যালেসের রাজকীয় খানাপিনার স্বাদ এসে পৌঁছল শহরে! রইল শেফের রেসিপিও
তাজ ফলকনমা প্যালেসের রাজকীয় খানাপিনার স্বাদ এসে পৌঁছল শহরে! রইল শেফের রেসিপিও

কলকাতা: হায়দরাবাদের নবাবিয়ানা ও শাহি খাবারের স্বাদের কথা তো বিশ্ববন্দিত! এবার কলকাতায় বসেই সেই স্বাদের ছোঁয়া পাওয়া যাবে। ৭ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত নিউটাউনের তাজ সিটি সেন্টারে থাকছে নবাবি খানাপিনার এলাহি আয়োজন। আসলে কলকাতাবাসী যাতে শহরে বসেই হায়দরাবাদের তাজ ফলকনুমা প্যালেসের রয়্যাল কিচেনস অফ ফলকনুমা এবং এর এক্সক্লুসিভ পপ-আপ আদা-র নবাবি মেজাজ উপভোগ করতে পারেন, তার জন্যই অল ডে-ডিনারের আয়োজন রাখা হয়েছে শামিয়ানায়। ফলে বোঝাই যাচ্ছে, খানাপিনার তালিকায় প্রাধান্য পাবে ইন্ডিয়ান হায়দরাবাদি ধারার খাবার, যা বিশেষ ভাবে কাস্টোমাইজ…

Read More