রোজ নিরামিষ খেলে কি হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে? কী বলছেন চিকিৎসকরা
রোজ নিরামিষ খেলে কি হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়ে? কী বলছেন চিকিৎসকরা নিরামিষ খান যাঁরা, তারাই নাকি বেশি বিপদে। এমনটাই জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা। তুলনায় যাঁরা মাছ মাংস খান, তাঁদের বিপদ অনেক কম। 1/6 সুস্থ থাকার জন্য অনেকেই নিরামিষ খাবার খেতে পছন্দ করেন। আজ মাংস, কাল মাছ, পরশু ডিম, এসব এড়িয়ে চলতেই পছন্দ করেন তারা। (Freepik) 2/6 কিন্তু সম্প্রতি এক গবেষণা চমকে দেওয়ার মতো তথ্য জানাচ্ছে। নিয়মিত নিরামিষ যারা খান, তাদের নাকি স্ট্রোক হওয়ার আশঙ্কা অনেক বেশি। তুলনায় নিরাপদে রয়েছেন আমিষাশীরা।…