Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Health Benefits Of Peanut: সস্তা বাদাম জানে, সুস্বাস্থ্যের মানে…
Health Benefits Of Peanut: সস্তা বাদাম জানে, সুস্বাস্থ্যের মানে…

গার্গী রায়: বাজার অর্থনীতি (Market Economics) আমাদের রোজকার জীবনকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে। বিজ্ঞাপন দ্বারা প্রভাবিত হয়ে এবং বিজ্ঞাপনের ভিত্তিতেই বিচার করে নিন যে আপনার স্বাস্থ্যের জন্য কোনটি ভালো বা কোনটি খারাপ। সুস্বাস্থ্যের জন্য পেস্তা, আমন্ড, অ্যাপ্রিকটস, আখরোট প্রবল জনপ্রিয়তা পেয়েছে অথচ বিকেলে ময়দানে গিয়ে ৫ টাকার বা ১০ টাকার চিনেবাদাম কিনে খাওয়ার মত স্বাস্থ্যকর অভ্যাসটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এখন অনেকেই নিজেদের বাচ্চাদের মস্তিষ্কের বিকাশের জন্য আমন্ডকে বেছে নেন। কারণ এটাই এখন চল। কিন্তু এই আমন্ডের চলের মাঝে অচল…

Read More