Helicopter Crash: মাঝ আকাশে আগুন, ভাঙল লেজ! ইর্মাজেন্সি ল্যান্ডিংয়ে ব্যর্থ, হেলিকপ্টারে মৃত কমপক্ষে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর বিমান দুর্ঘটনা। মাঝপথে আচমকাই আগুন ধরে যায় হেলিকপ্টারে। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। তিনি সমুদ্রের কাছে ল্যান্ড করার চেষ্টা করেছিলেন, কিন্তু হেলিকপ্টার একটি বাড়ির উঠোনে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়। ঘটনার রাশিয়ার ডাগেস্তানের। জানা গিয়েছে, ধ্বংসের সময় হেলিকপ্টারের লেজ ভেঙে যায়। আগুন লাগার পরে জরুরি দমকল কর্মীরা আগুন নিভিয়ে দেন। সৌভাগ্যবশত, ঘটনার সময় বাড়িতে তখন কেউ ছিল না। হেলিকপ্টারটি কিজলিয়ার থেকে ইজবারবাশ যাচ্ছিল। এই হেলিকপ্টারটি পরিচালনা করছিল কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্ট…



