Deadly Earthquake Strikes: চারদিনে ফের মারণ দুলুনি! তীব্র ভূমিকম্পে অন্ধকার হল সূর্যোদয়ের দেশ! তছনছ সব! ভয়াল সুনামির ছোবল…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাপানে চার দিনের মধ্যে আবার শক্তিশালী ভূমিকম্প (Deadly Earthquake Strikes Japan)! জারি হল সুনামি সতর্কতা (Tsunami Alert)। উত্তর-পূর্ব জাপানে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ৬.৭ মাত্রার এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদফতর। ভূগর্ভের ২০ কিমি গভীরে জাপানের হাওয়া অফিস জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় অঞ্চলের অদূরে, ভূগর্ভের প্রায় ২০ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থাও একই মাত্রার ভূমিকম্প…
