ফাইনালে মোহনবাগানের থেকে আরও আক্রমণাত্মক ফুটবল দেখতে চান বাইচুং
কলকাতা: এটিকে মোহনবাগান বনাম হায়দারাবাদ সেমিফাইনাল দেখতে যুবভারতীতে উপস্থিত ছিলেন বাইচু ভুটিয়া। মোহনবাগান শেষ পর্যন্ত জিতে আইএসএল ফাইনালে কোয়ালিফাই করায় খুশি বাইচু। তবে সবুজ মেরুনের খেলায় সম্পূর্ণ সন্তুষ্ট নন ভারতের প্রাক্তন অধিনায়ক। সঙ্গে ছিলেন ছেলে উগেন ভুটিয়া। বাইচু ছেলেকে নিয়েই কলকাতা ফুটবলের উন্মাদনা নিচ্ছিলেন বেশ কয়েকদিন বাদে। মোহনবাগান সমর্থকরা এসে তার সঙ্গে ছবি তুলে যাচ্ছিলেন। কেউ জড়িয়ে ধরছিলেন। ছেলেকে বাইচুং বোঝাচ্ছিলেন এই ক্লাবের জার্সিতে ডার্বিতে তিনি ছটা গোল করেছেন। যদিও ইস্টবেঙ্গলে বেশি খেলেছেন তবুও মোহনবাগানের সাফল্য চাইবেন না পাহাড়ি…