Sweden's Nato Membership: নতুন ন্যাটো-সদস্য! এবার ব্রিটেন আমেরিকা জার্মানি ফ্রান্সের সঙ্গে একাসনে সুইডেনও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অন্য অনেকরকম কারণের মধ্যে ন্য়াটো-ভুক্ত হওয়া নিয়েও ইউক্রেন-রাশিয়ার মধ্যে ঝামেলা বাধে। যা আজও চলছে। আর এরই মধ্যে ২০০ বছরের নিরপেক্ষতার ইতিহাস পরিত্যাগ করে সুইডেন ন্যাটোভুক্ত দেশ হতে চলল। পশ্চিমের সামরিক জোট ন্যাটো’র সদস্য হতে সুইডেনের সামনে সর্বশেষ বাধা ছিল হাঙ্গেরি। সেই বাধা অবশেষে দূর হল। ভোটাভুটির পর সোমবার হাঙ্গেরির পার্লামেন্ট সুইডেনের ন্যাটোভুক্ত হওয়ার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি এবার হাঙ্গেরির প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি স্বাক্ষর করলে ন্যাটোর পূর্ণ সদস্য হতে সুইডেনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ…