ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে, ভারতের রান ২৯৬
জাডেজার দুই উইকেট সত্ত্বেও ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে, তৃতীয় দিন শেষে স্কোর ১২৩/৪। চতুর্থদিন অস্ট্রেলিয়ার দুরন্ত কামব্যাক, লাঞ্চের পর ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রানেই শেষ ভারতের ইনিংস।
জাডেজার দুই উইকেট সত্ত্বেও ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে, তৃতীয় দিন শেষে স্কোর ১২৩/৪। চতুর্থদিন অস্ট্রেলিয়ার দুরন্ত কামব্যাক, লাঞ্চের পর ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ২৯৬ রানেই শেষ ভারতের ইনিংস।
লন্ডন: ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ (Steve Smith)। নিজের ৩১তম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একটি কীর্তির আরও কাছে পৌঁছে গেলেন স্মিথ। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক সচিন। দুই দেশের টেস্ট দ্বৈরথের ইতিহাসে ১১টি সেঞ্চুরি রয়েছে মাস্টার ব্লাস্টারের। তার পরই স্মিথ। ৯টি সেঞ্চুরি তাঁর। সুনীল গাওস্কর, রিকি পন্টিং ও বিরাট কোহলির ৮টি করে সেঞ্চুরি রয়েছে। স্টিভ ওয়ের চেয়ে আর মাত্র একটি সেঞ্চুরি পিছিয়ে স্মিথ। টেস্টে ৩২ সেঞ্চুরি রয়েছে প্রবাদপ্রতিম…