নির্ধারিত সময়ের আগেই শেষ হল খেলা, অবিশ্বাস্য জয়ের জন্য ভারতের সম্বল ১০৭ রানের পুঁজি
বেঙ্গালুরু: দিনের শুরুতে ভারতের পরিস্থিতি ছিল বেশ টলমল। গোটা দিন ঋষভ পন্থ ও সরফরাজ খানের অনবদ্য পার্টনারশিপে ভর করে এক অবিশ্বাস্য জয়ের স্বপ্ন দেখছিল ভারতীয় দল। তবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের (IND vs NZ 1st Test) চতুর্থ দিনের শেষে ফের একবার হারের আশঙ্কা প্রবল হয়ে উঠল। সেই ব্যাটিং ব্যর্থতা। ঋষভ ও সরফরাজ অনবদ্য ইনিংস খেললেও, ফের একবার ব্যর্থ ভারতীয় লোয়ার অর্ডার। ৪৬২ রানেই শেষ হল ভারতের দ্বিতীয় ইনিংস। দিনের শেষ লগ্নে নিউজ়িল্যান্ড ব্যাটে নামলেও, কোনও রান করতে পারেনি।…



