ভেস্তে গিয়েছে প্রথম দিন,বেঙ্গালুরুতে নতুন সময়ে শুরু হবে ভারত-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা

ভেস্তে গিয়েছে প্রথম দিন,বেঙ্গালুরুতে নতুন সময়ে শুরু হবে ভারত-নিউজ়িল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা

 

বেঙ্গালুরু: বুধবার, ১৬ অক্টোবর ভারত ও নিউজ়িল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ (IND vs NZ 1st Test) শুরু হওয়ার কথা ছিল। তবে প্রথম দিনের খেলায় এক বলও গড়ায়নি। নাগাড়ে বৃষ্টির জেরে সম্পূর্ণভাবে ভেস্তে যায় খেলা। এমনকী ম্যাচের টস পর্যন্ত করা সম্ভব হয়নি। এর ফলেই পরিবর্তিত হয়েছে ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শুরুর সময়।

একটা গোটা দিনের খেলা ভেস্তে যাওয়ায়, সেটা যতটা সম্ভব মেকআপ দেওয়ার লক্ষ্যে নির্ধারিত সময়ের আগেই খেলা শুরু হতে চলেছে। আম্পায়াররা সিদ্ধান্ত নিয়েছেন যে ম্যাচ প্রাথমিকভাবে ৯.৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও, তা ১৫ মিনিট এগিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী ৯.১৫ থেকে শুরু হতে চলেছে ২২ গজের দ্বৈরথ। সব ঠিকঠাক থাকলে সকাল ৮.৪৫ নাগাদ ম্যাচের টস আয়োজিত হওয়ার কথা। 

নতুন সময় অনুযায়ী সকাল ৯.১৫ থেকে ১১.৩০টা পর্যন্ত প্রথম সেশন আয়োজিত হওয়ার কথা। ১২.১০ থেকে দুপুর ২.২৫ পর্যন্ত চলবে দ্বিতীয় সেশন। তারপর চা পানের বিরতি। শেষ সেশন শুরু হবে দুপুর ২.৪৫ চলবে বিকেল ৪.৪৫ পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফেও সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয় দিনের জন্য ম্যাচের এই পরিবর্তিত সময় সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

(Feed Source: abplive.com)