ভোরবেলা থেকে জেগে? তাহলে এবার একটু দিলখুলে হাসুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস

ভোরবেলা থেকে জেগে? তাহলে এবার একটু দিলখুলে হাসুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস

 

১। রাস্তায় দুই বন্ধুর দেখা । এক বন্ধু খোঁড়াচ্ছে ।

প্রথম বন্ধু: কী রে, তোর পা ভাঙল কীভাবে?

দ্বিতীয় বন্ধু: আরে বলিস না ভাই, সিগারেটের জন্য!

প্রথম বন্ধু: সে আবার কী কথা, সিগারেটের জন্য পা ভাঙবে কীভাবে?

দ্বিতীয় বন্ধু: আর বলিস না, সিগারেটটা ছুড়ে মেরেছিলাম খোলা ম্যাহহোলে।

প্রথম বন্ধু: তাতেই বা সমস্যা কোথায়? তাতেই বা পা ভাঙবে কেন?

দ্বিতীয় বন্ধু: অভ্যাসবশে পা দিয়ে মাড়িয়ে নেবাতে গিয়েছিলাম।

২। ক্লাসে পড়া ধরছেন শিক্ষক মশাই। 

শিক্ষক: বলো, আকবরের জীবনকাল কত সাল থেকে কত সাল পর্যন্ত?

ছাত্র: পারব না স্যার। এটা বইয়ে নেই।

শিক্ষক বই খুললেন, সেখানে লেখা— আকবর (১৫৪২-১৬০৫)

ছাত্র: স্যার, আমি ভেবেছিলাম ওটা আকবরের ফোন নম্বর।৩। বনের ভেতরে টিকটিকি দেখে খরগোশ অবাক হয়ে জিজ্ঞেস করল: তুমি কে?

টিকটিকি: আমি ডাইনোসর।

খরগোশ: বললেই হলো! ডাইনোসর তো কবেই বিলুপ্ত হয়ে গিয়েছে! তুমি কী করে ডাইনোসর হবে?

টিকটিকি: বিলকুল মিথ্যা কথা! ভয়াবহ অসুখে পড়ে এই দশা হয়েছে আমাদের।৪। দুই অভিনেতা তাঁদের অভিনয় জীবনের স্মৃতিচারণ করছেন ভক্তদের কাছে।

একজন: একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয় করেছিলাম যে দর্শকরা কেদেকেটে বুক ভাসিয়ে দিয়েছিল।

অন্যজন: একবার এক দুঃখের দৃশ্যে এমন অভিনয়ের পর দর্শকরা আমি মরে গেছি ভেবে খাটিয়া নিয়া হাজির হয়েছিল। শুধু কি তাই? ইনস্যুরেন্স কোম্পানি পর্যন্ত আমার বউকে পলিসি বাবদ সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছিল।৫। ১ম বন্ধু: আচ্ছা তোকে যদি জ্ঞান আর টাকা এ দুটোর মধ্যে একটা নিতে বলি তাহলে তুই কোনটা নিবি?

২য় বন্ধু: আমি টাকাটাই নেব।

১ম বন্ধু: আমি হলে কি জ্ঞানই নিতাম।

২য় বন্ধু: যার যেটা অভাব সে তো সেটাই নেবে।

(Feed Source: hindustantimes.com)