ভোরবেলা থেকে জেগে? তাহলে এবার একটু দিলখুলে হাসুন! পড়ুন দিনের সেরা ৫ জোকস
১। রাস্তায় দুই বন্ধুর দেখা । এক বন্ধু খোঁড়াচ্ছে । প্রথম বন্ধু: কী রে, তোর পা ভাঙল কীভাবে? দ্বিতীয় বন্ধু: আরে বলিস না ভাই, সিগারেটের জন্য! প্রথম বন্ধু: সে আবার কী কথা, সিগারেটের জন্য পা ভাঙবে কীভাবে? দ্বিতীয় বন্ধু: আর বলিস না, সিগারেটটা ছুড়ে মেরেছিলাম খোলা ম্যাহহোলে। প্রথম বন্ধু: তাতেই বা সমস্যা কোথায়? তাতেই বা পা ভাঙবে কেন? দ্বিতীয় বন্ধু: অভ্যাসবশে পা দিয়ে মাড়িয়ে নেবাতে গিয়েছিলাম। ২। ক্লাসে পড়া ধরছেন শিক্ষক মশাই। শিক্ষক: বলো, আকবরের জীবনকাল কত সাল…