আজ মন খুলে হাসলে বাকি মাস ভালো যাবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস

আজ মন খুলে হাসলে বাকি মাস ভালো যাবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস

১। দুই বন্ধু মোটরসাইকেলে যাচ্ছে।

পিছনের সিটে বসে থাকা বন্ধু: এত জোরে চালাস না ভাই, আমার ভয় লাগছে।

চালক বন্ধু: তা হলে আমার মতো চোখ বন্ধ করে রাখ।

২। স্বামীর অফিসে যাওয়ার সময়ে স্ত্রী তাঁর কাছে একটা ছোট প্যাকেট দিয়ে বললেন, ‘এটাতেই তোমার লেডি টাইপিস্টের জন্য এক শিশি চুল ওঠার ঔষুধ আছে।’

স্বামী অবাক চোখে তাকালেন!

স্ত্রী: তোমার কোটে তার চুল খুব বেশি করে পাওয়া যাচ্ছে।

৩। স্বামী: ধুত্তুর আমি এ সংসারে আগুন জ্বালিয়ে দেব …

স্ত্রী: তার আগে এক লিটার কেরোসিন আনো স্টোভ জ্বালাব।

৪। ছক্কু আর বল্টু, দুই বন্ধু দুটো ঘোড়া কিনেছে। ঘোড়া দুটোকে রেসের মাঠে কাজে লাগাবে, এমনটাই ইচ্ছা ওদের। কিন্তু কার ঘোড়া কোনটা, কী করে চিনবে ওরা?

বুদ্ধি বাতলাল ছক্কু, ‘একটা চিহ্ন থাকতে হবে তো, এক কাজ করি চল। আমার ঘোড়ার লেজটা ছেঁটে ফেলি। তাহলে সহজেই চেনা যাবে। ছোট লেজের ঘোড়াটা আমার, অন্যটা তোর।’ বল্টুরও মনে ধরল বুদ্ধিটা। কথা মতোই কাজ করল দুজন।

পরদিন দেখা গেল, দুষ্টু ছেলেরা বল্টুর ঘোড়ার লেজটাও ছেঁটে দিয়েছে। বাধল বিপাক। এখন চেনা যাবে কী করে?

এবার বলল বল্টু, ‘এক কাজ করি, আমার ঘোড়াটার একটা কান ছেঁটে ফেলি। কান ছাঁটা ঘোড়াটা আমার, অন্যটা তোর।’ যেই কথা, সেই কাজ। ছেঁটে ফেলা হলো বল্টুর ঘোড়ার কান।

এদিকে দুষ্টু ছেলের দল পরদিনই অন্য ঘোড়াটারও কান ছেঁটে দিল। এখন উপায়?

রেগেমেগে শেষে বলল ছক্কু, ‘দূর ছাই! অত চিহ্নটিহ্ন রাখতে হবে না। সাদা ঘোড়াটা তোর, আর লালটা আমার।’

৫। চিঠি পোস্ট করতে পোস্ট অফিসে গিয়েছে অ্যালিস।

কর্মকর্তা: চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।

অ্যালিস: সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।

কর্মকর্তা: তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!

(Feed Source: hindustantimes.com)