১। স্বামী: আমার স্নানের জলটা গরম করে দাও। না হলে —
স্ত্রী: না হলে, না হলে কী? কী করবে শুনি।
স্বামী: ঠান্ডা জলেই স্নান সেরে নেবো ।
২। বাবা: শুভ, আজ তোমার একটা নতুন বোন ঘরে এসেছে।
শুভ: এ কথা মাকে জানিয়েছ? তোমার মনে নেই, একটা কুকুর ছানা বাড়িতে এনেছিলাম বলে মা কত রাগ করেছিলেন।
৩। কমপিউটারের সামনে বসে প্রোগ্রাম লিখছে করছে প্রোগ্রামার। তার দৃষ্টি আকর্ষণের নানাবিধ চেষ্টা ব্যর্থ হওয়ার পর তার স্ত্রী নতুন কেশবিন্যাস করল, নতুন পোশাক পরল, মেকআপ করল মন দিয়ে, তার পরে তার কাছে গিয়ে বলল, ‘আমার দিকে তাকিয়ে দেখো তো, কোনও পরিবর্তন লক্ষ করছো?’
স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রোগ্রামার বলল, নতুন স্কিন?
৪। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তাঁর স্ত্রী ছাড়া সবাইকে ঘর থেকে বের হয়ে যেতে বললেন মিঃ রেইডস। স্ত্রীকে একা পেয়ে কান্নায় ভেঙে পড়ে বললেন, ‘আমি আমাদের পুরো সংসার জীবন তোমার সঙ্গে সৎ থাকার অভিনয় করেছি মাত্র … আমি একটা প্রতারক … ভন্ড …যত দিন আমি অফিসের দোহাই দিয়ে বাড়ির বাইরে থেকেছি তত দিনই আমি আসলে রাত কাটিয়েছি অন্য নারীদের সঙ্গে … তুমি আমাকে ক্ষমা কর … আমি তোমাকে না জানিয়ে অনেক পাপ করেছি…।’
স্ত্রী দারুণ আবেগে তারঁ মৃত্যুপথযাত্রী স্বামীর হাত ধরে সান্ত্বনা দিয়ে বললেন, ‘তুমি খামোখা কষ্ট পাচ্ছ! আমি কি তোমাকে এমনি না জেনেই বিষ খাইয়েছি?’
৫। জাদুঘরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন মকবুল।
হায় হায় করে ছুটে এলেন জাদুঘরের কর্মীরা। বললেন, আরে, করছেন কী করছেন কী! এটা নবাব সিরাজউদ্দৌলার চেয়ার!
মকবুল: দাদা, একটু বসতে দিন। সিরাজদা এলেই আমি উঠে যাব!
(Feed Source: hindustantimes.com)