সপ্তাহ শেষের মুখে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, উইকেন্ডের মজা আর একটু বাড়ুক

সপ্তাহ শেষের মুখে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, উইকেন্ডের মজা আর একটু বাড়ুক

১। শ্যামলবাবু এবং সন্ধ্যাদেবী স্বামী-স্ত্রী। দু’জনের মধ্যে কিছুতেই বনিবনা হচ্ছে না। দিনরাত ঝগড়া লেগেই থাকে। তাঁরা গিয়েছেন একজন পরামর্শকের কাছে। সব শুনে পরামর্শক শ্যামলবাবুকে বললেন, ‘আপনাদের সমস্যাটা বুঝতে পেরেছি। শুনুন, আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ কিলোমিটার হাঁটবেন।’

এক সপ্তাহ পর শ্যামলবাবুকে ফোন করলেন পরামর্শক।

পরামর্শক: কী খবর শ্যামলবাবু, আছেন কেমন?

শ্যামলবাবু: আমি তো খুবই ভালো আছি! আপনার পরামর্শ কাজে লেগেছে।

পরামর্শক: বাহ! আপনার স্ত্রী কেমন আছেন?

শ্যামলবাবু: কী করে বলব? আমি তো বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে আছি!

২। দুই চরম ফুটবল ভক্ত বন্ধু প্রতিজ্ঞা করল, তাদের ভেতর যে-ই আগে মারা যাক না কেন যেভাবেই হোক, দুনিয়ায় ফেরত এসে জানাবে যে পরপারে ফুটবল ম্যাচ হয় কি হয় না। একদিন হঠাৎ করে তাদের একজন মরে গেল। মৃত বন্ধুকে দাহ করে এসে রাতের বেলা জীবিত বন্ধু অপেক্ষা করতে থাকে, কখন খবর আসবে বন্ধুর কাছ থেকে। এমন সময় ঘর ভরে গেল কুয়াশায়। জীবিত বন্ধুটি দেখতে পেল, কুয়াশার মধ্যে আবছাভাবে দেখা যাচ্ছে মৃত বন্ধুর ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিকে দেখেই সে ভীষণ কৌতূহলে জিজ্ঞেস করল, ‘কী রে, কী খবর?’

ছায়ামূর্তি বলল, ‘তোর জন্য দুটো খবর আছে। একটা ভালো, একটা খারাপ!’ ‘কী খবর, তাড়াতাড়ি বল!’

‘পরপারে ফুটবল খেলা হয়।’

‘বাহ্! সে তো খুবই ভালো খবর! আর খারাপ খবরটা কী?’

‘কালকের ম্যাচে তুই রেফারি!’

৩। ব্যাঙ্ক ডাকাতি করে ডাকাত-দল চলে যাচ্ছে।

এক ডাকাত বলল, যাওয়ার আগে টাকাটা একবার গুনে নিলে হত না, ওস্তাদ?

সর্দার বলল, গোনার দরকার নেই। কাল খবরের কাগজ দেখলেই হবে।

৪। প্রেমিক : যখন আমার পকেট একেবারে শূন্য, তখনও ওতে কিছু না কিছুই থাকেই।

প্রেমিকা : কী থাকে? সেটা কী?

প্রেমিক : সেটা হল পকেটের ফুটো।

৫। স্ত্রী: বিয়ের আগে কি তোমার কোনও বান্ধবী ছিল?

স্বামী: না, তুমিই প্রথম।

স্ত্রী: কাল যে মেয়েটির সঙ্গে খুব হেসে কথা বলছিলে ওই মেয়েটি তা হলে কে ?

স্বামী: ওর সঙ্গে আমার পরিচয় হয়েছে বিয়ের পর।

(Feed Source: hindustantimes.com)