ডারবানে ইতিহাস, দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন সঞ্জু স্যামসন
ডারবান: মাত্র ৪৭ বলে নিজের কেরিয়ারের দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নাগাড়ে দুই আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সেঞ্চুরি করলেন স্যামসন। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই (IND vs SA 1st T20I) এল তাঁর চোখধাঁধানো ইনিংস। যশস্বী জয়সওয়াল, শুভমিন গিলদের অনুপস্থিতি এবং রোহিত শর্মার অবসরের বাংলাদেশের বিরুদ্ধে ওপেন করার সুযোগ পেয়েছিলেন স্যামসন। সেই সিরিজ়ের তৃতীয় ম্যাচে মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তারকা কিপার-ব্যাটার। ভারতীয় হিসাবে আন্তর্জাতিক বিশ ওভারের ম্যাচে এটি দ্রুততম সেঞ্চুরি ছিল।…