কাটল না ৪৪ বছরের খরা! হকির সেমিতে হার ভারতের, সুযোগ ব্রোঞ্জ জয়ের
প্যারিস: কাটল না ৪৪ বছরের খরা। ১৯৮০ সালে শেষবার অলিম্পিক্স হকিতে ফাইনাল খেলেছিল ভারত। শেষ গোল্ড জয়ও সেইবার। তারপর থেকে ভারতীয় হকি দলের ফাইনাল খেলার স্বপ্ন অধরা থেকে গেল এবারও। সেমিফাইনালে জার্মানির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলে হারতে হল ভারতীয় হকি দলকে। টোকিও-র মতই প্যারিসে এবার ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে হরমনপ্রীতদের সামনে। এদিন সেমফাইনালে শুরুটা ভালই করেছিল ভরত। ম্যাচের ৭ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছে হকি টিম ইন্ডিয়া। পোনাল্টি কর্ণার থেকে গোল করে দেশকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং।…

)
