India vs Hong Kong, Asia Cup 2022: বিশ্বের ২০ নম্বর দলকে নিজেদের জায়গা দেখিয়ে দিল ভারত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের এক নম্বর টি-২০ দলের সঙ্গে ২০ নম্বর দলের খেলা হলে, যে ফল প্রত্যাশিত থাকে, সেটাই ঘটল এদিন। বুধবার অর্থাৎ আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে ভারত মুখোমুখি হয়েছে হংকংয়ের (India vs Hong Kong, Asia Cup 2022)। নিজাকত খান (Nizakat Khan) এদিন টস জিতে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন রোহিত শর্মাদের (Rohit Sharma)। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৯২ রান তুলেছিল। জবাবে হংকং নির্ধারিত ওভারে…