মহিলাদের হকিতে স্বপ্নভঙ্গ, সেমিতে হেরে বিদায় সবিতাদের
বার্মিংহ্য়াম: কমনওয়েলত গেমসে হকিতে স্বপ্নভঙ্গ মেয়েদের। সেমিফাইনালে পৌঁছে পদকের স্বপ্ন দেখাচ্ছিল ভারতীয় মহিলা হকি দল (Indian Womens Hockey Team)। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত লড়াই করেও শেষ হাসি হাসতে পারলে না সবিতা, সঙ্গীতারা। পেনাল্টি (Penalty) শুটআউটে গিয়ে ম্যাচ হারতে হল ভারতকে। টোকিও অলিম্পিক্সে সাফল্যের পর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে পদক আসবে, এমনটাই আশা করেছিলেন সবাই। কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে মহিলা হকি দলের প্লেয়ারদের। এদিন ম্যাচের আগে মহিলাদের হকিতে অস্ট্রেলিয়ার-ভারত মুখোমুখি হয়েছে মোট ১৩ বার। তার মধ্যে ভারত মাত্র ২…