লং জাম্পে রুপোজয়ী মুরলিই সেমিতে ইংল্যান্ড বধের অনুপ্রেরণা হরমনপ্রীতদের
বার্মিংহ্যাম: কমনওয়েলথে গেমসের আসরে প্রথমবার দেখা যাচ্ছে ক্রিকেটকে। আর প্রথমবারেই ২২ গজে দাপট দেখিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে খেলতে নামবে ভারতীয় দল। কিন্তু ম্যাচে নামার আগে দলের মেয়েদের তাতাচ্ছে লং জাম্পে রুপোজয়ী মুরলির সাফল্য। স্মৃতিদের কোচ রমেশ পাওয়ার নিজেই ম্যাচের আগে এই কথা জানিয়েছেন। কী বলছেন রমেশ পাওয়ার? ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ার বলছেন, ”দলের মেয়েদের অনেকেই লং জাম্পে…