MLS Cup 2025: ইন্টার মায়ামির ইতিহাস গড়া জয়! মেসির জাদুতে প্রথম এমএলএস কাপের ফাইনালে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্টার মায়ামি মানেই এখন লিওনেল মেসির ম্যাজিক। শনিবার রাতে নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে পৌঁছল ইন্টার মায়ামি। মেসির নেতৃত্বে এই জয় শুধু দলের জন্য নয়, গোটা এমএলএস ইতিহাসের জন্য এক নতুন অধ্যায়। Add Zee News as a Preferred Source ম্যাচের প্রথম মিনিট থেকেই ইন্টার মায়ামি আক্রমণাত্মক। ৮ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। এরপর ১৫ মিনিটে দ্বিতীয় গোল করেন রবার্ট টেলর। ৩০ মিনিটে তৃতীয় গোলটি করেন…



