বার্মিংহ্যাম: কমনওয়েলথে গেমসের আসরে প্রথমবার দেখা যাচ্ছে ক্রিকেটকে। আর প্রথমবারেই ২২ গজে দাপট দেখিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের লড়াইয়ে খেলতে নামবে ভারতীয় দল। কিন্তু ম্যাচে নামার আগে দলের মেয়েদের তাতাচ্ছে লং জাম্পে রুপোজয়ী মুরলির সাফল্য। স্মৃতিদের কোচ রমেশ পাওয়ার নিজেই ম্যাচের আগে এই কথা জানিয়েছেন।
কী বলছেন রমেশ পাওয়ার?
ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ রমেশ পাওয়ার বলছেন, ”দলের মেয়েদের অনেকেই লং জাম্পে মুরলি শ্রীশঙ্করের পারফরম্যান্স দেখেছে। লং জাম্পে ওঁ রুপো জিতেছেন। অসাধারণ পারফর্ম করেছে মুরলি। মেয়েরা সেমিফাইনালে নামার আগে মুরলির পারফরম্যান্স থেকে অনুপ্ররণা নিয়েছে।”
ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ সালে বিশ্বকাপের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার কমনওয়েলথের মঞ্চেও এখনও পর্যন্ত কোনও ম্যাচ হারেনি ইংল্য়ান্ড। গ্রুপের শীর্ষে থেকেই সেমিতে পৌঁছেছিল ব্রিটিশরা। এই পরিস্থিতিতে ভারতকে যে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মধ্যে পড়তেই হবে, তা নিশ্চিত।
আগের ম্যাচে জেমিমা রডরিগেজকে তিন নম্বর পজিশনে ব্যাট করতে পাঠানো হয়েছিল। তিনি ৫৬ রানের ইনিংস খেলেছিলেন। পাওয়ার বলছেন, ”আমি দলের প্রত্যেকের থেকে সেরাটা বের করে আনতে চাই। আগের ম্য়াচে জেমিমাকে ওপরে পাঠিয়েছিলাম। ও ইংল্য়ান্ডে অনেকগুলো বছর খেলেছে। তাই দেখতে চাইছিলাম যে কেমন পারফর্ম করে ওপরের দিকে। সেমিফাইনালেও হয়ত টিম কম্বিনেশনে কিছু বদল আসতে পারে।”
ভারতীয় সময় অনুযায়ী শনিবার সেমিফাইনাল ম্যাচ শুরুর দুপুর ৩.৩০টেতে। এই ম্যাচে জয় ভারতের পদক নিশ্চিত করে দেবে, অবশ্য হারলেও রবিবার ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল হমনপ্রীতদের। তবে বার্বাডোজকে হারিয়ে নিজেদের শেষ চারের টিকিট পাকা করে নিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
(Source: abplive.com)