Khalistan Supporters: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে ভাঙচুর চালালেন খালিস্থানপন্থীরা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটে চড়াও খালিস্তানপন্থী অমৃতপাল সমর্থকরা। সেখানে কনসুলেটের জানালা-দরজার কাচ ভাঙল তারা। এর আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনে তেরঙ্গা নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল খালিস্থানপন্থীদের বিরুদ্ধে। পঞ্জাবের খালিস্তানি নেতা অমৃতপাল সিংহকে মুক্তি দিতে হবে। এই দাবিতে আমেরিকার সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠল খালিস্তানপন্থীদের বিরুদ্ধে। সোমবার ওই দূতাবাসে খালিস্তানের হলুদ পতাকা সরিয়ে ফেলার পরই ওই হামলা হয় বলে অভিযোগ। দূতাবাসের দেওয়ালে ‘ফ্রি অমৃতপাল’ লেখা গ্রাফিত্তিও দেখতে পাওয়া গিয়েছে বলে…