Khalistan Supporters: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে ভাঙচুর চালালেন খালিস্থানপন্থীরা

Khalistan Supporters: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে ভাঙচুর চালালেন খালিস্থানপন্থীরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার আমেরিকার সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনসুলেটে চড়াও খালিস্তানপন্থী অমৃতপাল সমর্থকরা। সেখানে কনসুলেটের জানালা-দরজার কাচ ভাঙল তারা। এর আগে লন্ডনে ভারতীয় হাইকমিশনে তেরঙ্গা নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল খালিস্থানপন্থীদের বিরুদ্ধে। পঞ্জাবের খালিস্তানি নেতা অমৃতপাল সিংহকে মুক্তি দিতে হবে। এই দাবিতে আমেরিকার সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠল খালিস্তানপন্থীদের বিরুদ্ধে। সোমবার ওই দূতাবাসে খালিস্তানের হলুদ পতাকা সরিয়ে ফেলার পরই ওই হামলা হয় বলে অভিযোগ। দূতাবাসের দেওয়ালে ‘ফ্রি অমৃতপাল’ লেখা গ্রাফিত্তিও দেখতে পাওয়া গিয়েছে বলে খবর।

অমৃতপালের মুক্তির দাবি তোলা হয়েছে বটে, তবে তাঁকে পাকড়াও করতে পারেনি পুলিস। বরং পুলিসের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছেন তিনি। এদিকে, সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলার একাধিক ভিডিয়ো আজ সোমবার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সংশ্লিষ্ট মহলের দাবি, তাতে দেখা গিয়েছে খালিস্তানিদের হলুদ পতাকা আটকানো লাঠির অংশ দিয়ে দূতাবাসের মূল দরজার কাচ ভাঙছেন অনেকে। দূতাবাসের ভিতরেও ঢুকে পড়েছেন তাঁরা। পরে সেখানেও ভাঙচুর চালান বলে অভিযোগ।

সান ফ্রান্সিসকোর আগে লন্ডনের ভারতীয় দূতাবাসেও প্রায় একই ধরনের হামলা চালিয়েছিলেন খালিস্তানপন্থীরা। লন্ডনের দূতাবাসে ভারতের জাতীয় পতাকা নামিয়ে ফেলা হয়েছিল বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। হামলার পরেই ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে বিদেশ মন্ত্রক।

এর আগে ব্রিটেনে ভারতীয় দূতাবাসে এই ধরনের ঘটনা ঘটার সূত্রে বিষয়টির কড়া সমালোচনা করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি বলেছিলেন, ব্রিটিশ কর্তৃপক্ষের এই ঘটনার প্রেক্ষিতে কড়া পদক্ষেপ করা উচিত। সেই ঘটনার জেরে অবশ্য একজন গ্রেফতার হয়েছিলেন।

(Feed Source: zeenews.com)