নরওয়েতে বলিউড ছবির সর্বকালের সর্বোচ্চ আয়ের নিরিখে শীর্ষে রানির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’

নরওয়েতে বলিউড ছবির সর্বকালের সর্বোচ্চ আয়ের নিরিখে শীর্ষে রানির ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’

নয়াদিল্লি: ২১ মার্চ, ৪৫ পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। আজ এই বিশেষ দিনে আরও এক কারণেও আনন্দিত হওয়ার কথা তাঁর। গত ১৭ মার্চ মুক্তি পেয়েছে রানি মুখোপাধ্যায়ের ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। আর এই ছবি নরওয়েতেই গড়ল নয়া নজির। এই সপ্তাহান্তে বলিউড ছবির নিরিখে  নরওয়েতে সর্বোচ্চ আয় করেছে এই ছবি। মাত্র তিন দিনে ৪.৮ হাজার দখল নিয়ে নরওয়ের মুদ্রার হিসেবে ৭৪৫ হাজার ক্রোন আয় করেছে এই ছবি।

(Feed Source: abplive.com)