Devastated Landslide: রাতভর প্রবল বৃষ্টি, ভোররাতে গ্রামের পর গ্রাম ঢেকে দিল কাদার স্রোত, মৃত বহু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উদ্ধারকাজ যত এগোচ্ছে বিধ্বংসী ভূমিধসে ততই বাড়ছে মৃতের সংখ্যা। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার চিসুরিয়া জেলার পাহাড়ি এলাকার ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে হল ১০। নিখোঁজ কমপক্ষে ৮০ জন। বিশাল কাদামাটির মোটা চাদরের তলায় একাধিক গ্রাম। প্রবল বৃষ্টি ও ভোর রাতে ভূমি ধসের কারণে ভয়ংকর অবস্থা হয়েছে একাধিক জনপদের। অক্টোবর থেকে মার্চ, এই কমাস প্রবল বৃষ্টি হয় ইন্দোনেশিয়ায়। সেইসময় বন্যা এবং ভূমিধস একটি সাধারণ ঘটনা। পাসিরলাঙ্গু গ্রামের বাসিন্দা ওয়োহ (Oyoh) এএফপি-কে জানান, রাত ২:৩০ মিনিটের দিকে বজ্রপাতের…

