Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জলদস্যুদের হাতে ছিনতাই ভেসেল, উদ্ধারে সোমালিয়ার উপকূলে হাজির ভারতীয় নৌসেনার ডেস্ট্রয়ার
জলদস্যুদের হাতে ছিনতাই ভেসেল, উদ্ধারে সোমালিয়ার উপকূলে হাজির ভারতীয় নৌসেনার ডেস্ট্রয়ার

নয়াদিল্লি: জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া জাহাজে আটকে থাকা ১৫ জন ভারতীয়কে উদ্ধার করতে সোমালিয়ার (Pirates Of Somalia) উপকূলে পৌঁছে গেল ভারতীয় নৌসেনার (Indian Navy) অত্যন্ত প্রশিক্ষিত কমান্ডো বাহিনী। বিপদবার্তা পেতেই, শুক্রবার বেলায় গন্তব্যের দিকে রওনা দেয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই। সূত্রের খবর, সন্ধের দিকে তা জায়গামতো পৌঁছেও গিয়েছে। ইতিমধ্যে ছিনতাই হওয়া জাহাজে নেমে পড়ে অভিযান শুরু করে দিয়েছেন নৌসেনার ‘MARCOS’ বাহিনীর সদস্যরা। তবে এসবের আগে, যুদ্ধজাহাজ থেকে হেলিকপ্টার উড়িয়ে জলদস্য়ুদের সতর্ক করা হয়। যা যা হল… কমান্ডো-অভিযানের আগে ছিনতাই…

Read More