Iran Anti-Hijab Protests: ছেলের মৃত্যুদণ্ড প্রত্যাহারের দাবি নিয়ে কারাগারের বাইরে বিক্ষোভ শোকার্ত মায়ের…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘটনাস্থল ইরানের কারাজ। সেখানে কারাগারের বাইরে প্রতিবাদীদের বিক্ষোভের আগুন ধিকি ধিকি করে জ্বলছে! কেন আগুন? মাশা আমিনি কাণ্ডে প্রতিবাদ করে ‘অপরাধ’ করেছেন তাঁরা! কী অপরাধ? হিজাব-বিরোধী আন্দোলনে যুক্ত তিন জনকে সম্প্রতি মৃত্যুদণ্ড দিল ইরান আদালত। তিন জনেরই অপরাধ, আন্দোলন চলাকালীন তারা নিরাপত্তা বাহিনীর তিন কর্মীকে খুন করেছে। ঠিক ভাবে হিজাব না পরার ‘অপরাধে’ গ্রেফতার হন মাশা আমিনি। ১৬ সেপ্টেম্বর পুলিসি হেফাজতে তাঁর মৃত্যু হয়। এর পর ইরানে হিজাব-বিরোধী আন্দোলন শুরু হয়। কিন্তু কঠোর ভাবে…