Iran vs USA: ট্রাম্পের ভয়ে কাঁটা হয়ে আছে ইরান? না হলে আমেরিকার ভয়ংকর চাপের মুখেই কেন ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তাল ইরান (Iran Unrest)। হুমকির বন্যা বইছে আমেরিকার তরফে। ইরান বিক্ষোভকে মাঝে রেখে বহুদিনের পুরনো শত্রুতা (Iran vs USA) জেগে উঠেছে ইরান ও মার্কিন মুলুকের। ইরানে বহুদিন ধরেই উদারপন্থীদের সঙ্গে কট্টরপন্থীদের সংঘাত চলছিল। এবার সেখানে ইকনমিক প্রোটেস্ট (Iran’s Economic Protests) চলছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ-প্রতিবাদ। তার সূত্রে দমন-প্রতিরোধ, মৃত্যু। সম্প্রতি আমেরিকা ইরানের উপর বড় রকম নিষেধাজ্ঞা চাপিয়েছে। আর তার মধ্যেই আমেরিকা দাবি করল, তাদের ভয়েই ৮০০ ফাঁসি রদ করে দিল…

