ইজরায়েলকে সমর্থন আমেরিকার, যুদ্ধের অবসান চেয়ে ক্যাপিটলে বিক্ষোভে ইহুদিরাই
নয়াদিল্লি: যুদ্ধের সূচনাপর্বেই ইজরায়েলকে সমর্থনের কথা জানিয়েছিলেন জো বাইডেন। আশ্বাস জোগাতে সশরীরে ইজরায়েল পৌঁছেও গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু ইজরায়েল-প্য়ালেস্তাইন যুদ্ধ নিয়ে দেশের অন্দরেই মতবিভেদ দেখা দিয়েছে। নিরীহ প্যালেস্তিনীয়দের উপর মুড়ি-মুড়কির মতো বোমাবর্ষণ নিয়ে সরব হয়েছেন আমেরিকার নাগরিকরা, যাঁদের মধ্যে অধিকাংশই ইহুদি সম্প্রদায়ের মানুষজন। বাইডেন যখন ইজরায়েলে, সেই সময় ওয়াশিংটন ডিসি-তে মার্কিন ক্যাপিটলের সামনেই বিক্ষোভে দেখালেন তাঁরা। (Israel Palestine War) বুধবার হাজার হাজার মানুষের জমায়েত দেখা যায় মার্কিন ক্যাপিটলের সামনে। মার্কিন ক্যাপিটলের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে যুদ্ধের বিরোধিতা করেন তাঁরা। ইজরায়েলকে…